ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফুটবল

রোবেন-পার্সির সামনে আজ ওচোয়ার পরীক্ষা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৪
রোবেন-পার্সির সামনে আজ ওচোয়ার পরীক্ষা

ঢাকা: রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ ষোলর লড়াইয়ে মুখোমুখি হবে হল্যান্ড ও মেক্সিকো।

সম্ভবত হলান্ড খেলবে ৩-৪-১-২ ছকে।

তাদের সম্ভাব্য দল হতে পারে- চিল্লেসেন, ডি ভ্রিজ, ভ্লার, মার্টিনস ইন্ডি, জানমাত, ডি জং, ডি গুজমান, ব্লাইন্ড, স্নেইডার, রোবেন ও ভন পার্সি।

বিপক্ষ মেক্সিকো সম্ভবত ৫-৩-২ ছকে খেলবে। সেক্ষেত্রে তাদের সম্ভাব্য দল হতে পারে- ওচোয়া, ‍অ্যাগুইলার, মোরেনো, মার্কেজ, রদ্রিগেজ, লেয়ুন, গুয়ার্দাদো, ভাজকেজ, হেরেরা, দোস সান্তোস ও হার্নান্দেজ।

কোয়ার্টার ফাইনাল পূর্ববর্তী এ লড়াইয়ে রেফারি থাকবেন পর্তুগালের পেদ্রো প্রোয়েনকা। ম্যাচটি ব্রাজিলের এস্তাদিও কাস্তেলাও স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

দলের খবর:
দুই হলুদ কার্ড পাওয়া হোসে জুয়ান ভাজকেজের নিষেধাজ্ঞার ফলে তার বদলে খেলতে পারেন কার্লোস স্যালসিডো।
এদিকে চিলির বিপক্ষে নিষেধাজ্ঞায় থাকা ম্যান ইউ তারকা রবিন ভন পার্সি ফিরছেন আজকের ম্যাচে।

ম্যাচ নোট:
এটা নিশ্চিত বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ হতে যাচ্ছে এটি। চলতি বিশ্বকাপে যে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে ডাচরা, এটা ধরে রাখতে পারলে হয়ত তারা ২০১০ বিশ্বকাপ ফাইনালের দুঃসহ স্মৃতি ভুলতে পারবে।

এমনিতে কাগজে-কলমে ডাচদের চেয়ে পিছিয়ে মেক্সিকানরা। তবে যেরকম বিস্ময় উপহার দিয়ে চলেছে ব্রাজিল বিশ্বকাপ, তাতে যে কোন কিছু ঘটে যেতে পারে। গ্রুপ পর্বে এই মেক্সিকোই, বলা ভাল তাদের গোলরক্ষ ওচোয়া গোলশূন্য ড্র তে রুখে দিয়েছিল ব্রাজিকে। নেইমার-অস্কারদের একের পর এক নিশ্চিত গোলের আক্রমণ তার দেওয়ালে ব্যর্থ হয়ে ফিরে আসছিল।

আজ রোবেন-পার্সিদের সবচেয়ে বড় বাধা এই ওচোয়াই। তাকে পরাজিত করতে পারলেই গোলের দেখা মিলবে।

বিখ্যাত ফুটবল বিশ্লেষক জন লে’র অনুমান, ম্যাচটি হল্যান্ড ২-১ গোলে জিতবে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ২৯ জুন, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।