ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

বিশেষ গোল্ডেন বুট পায়ে খেলছেন নেইমার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
বিশেষ গোল্ডেন বুট পায়ে খেলছেন নেইমার ছবি: সংগৃহীত

ঢাকা: নকআউট পর্বে চিলির বিপক্ষে বিশেষ ‘গোল্ডেন বুট’ পায়ে খেলছেন ব্রাজিল ফুটবল দলের ‘পোস্টার বয়’ খ্যাত স্ট্রাইকার নেইমার। শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরাওতে শুরু হওয়া ম্যাচে তার পায়ে এ বুট দেখা যায়।

পায়ে খানিকটা আঘাত পাওয়ার পর স্প্রে করার সময় নেইমারের পায়ে বিশেষ এ গোল্ডেন বুট প্রথম চোখে পড়ে।

হালের এ শ্রেষ্ঠ ফুটবলারের জন্য বিশেষ এ বুট তৈরি করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি।

এর আগে, চার দিন আগে নেইমারের কাছে এ গোল্ডেন বুট পৌঁছে দেওয়া হয়।

পর্তুগিজ ভাষায় এ বুটকে ‘সনহো দৌঁড়াদো’ নামে ডাকা হয়। ‘সনহো দৌঁড়াদো’র মর্মার্থ, আশা প্রকাশ করা হয়, ব্রাজিলবাসীর জন্য কাঙ্ক্ষিত ষষ্ঠবারের বিশ্বকাপ এনে দেবেন নেইমার।

নাইকির পক্ষ থেকে বলা হচ্ছে, এটি তৈরিতে বিশেষ আকর্ষণীয় সোনার রং ব্যবহার করা হয়েছে।

এ বুটের ধাতব স্বর্ণের রং নেইমারকে বিশেষভাবে পরিচয় করিয়ে দিচ্ছে এবং তিনিই একমাত্র ফুটবলার যিনি এ ধরনের বুট ব্যবহার করছেন। বিশেষ এ বুট নেইমারের বিশেষত্বও প্রকাশ করছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।