ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

পাকিস্তান এখন শ্রীলঙ্কায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১
পাকিস্তান এখন শ্রীলঙ্কায়

ঢাকা: পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ শেষ হয়েছে ১৮ ফেব্রুয়ারি। ইংল্যান্ডের বিপক্ষে দিবারাত্রির খেলা শেষে একদিনের বিশ্রাম সেরে রোববার তারা পাড়ি জমিয়েছে শ্রীলঙ্কায়।

সকালে ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওয়ানা হয় ৯২’র চ্যাম্পিয়নরা।

‘এ’ গ্রুপের দল পাকিস্তানের সবগুলো (ছয়টি) ম্যাচ হবে শ্রীলঙ্কায়। নিরাপত্তার অভাবে পাকিস্তান থেকে বিশ্বকাপের খেলা সরিয়ে নেওয়ায় দেশটির ক্রিকেট বোর্ডের অনুরোধে সাড়া দিয়ে এই সুবিধা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাংলাদেশ সফরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বিশ্বকাপের অন্যতম ফেভারিট পাকিস্তান। ১৫ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক দেশের বিপক্ষে ৮৯ রানে জয় তুলে নেয়। এরপর ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১৮ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ৬৭ রানে হেরে গেলেও প্রস্তুতি মন্দ হয়নি।

সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বকাপের মূল অভিযান শুরু হবে বুধবার (২৩ ফেব্রুয়ারি) থেকে। লঙ্কান ভেন্যু হাম্বানতোতায় কেনিয়ার বিপক্ষে খেলবে তারা।

২৬ ফেব্রুয়ারি গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে। তিন মার্চ খেলবে কানাডার বিপরীতে। এরপর নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়াকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শহীদ আফ্রিদির দল।  

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।