ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

বড় জয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১
বড় জয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের

চেন্নাই: সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছিল না নিউজিল্যান্ডের। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিপক্ষে একদিনের সিরিজে  হেরে বিশ্বকাপে এসেছে তারা।

কিন্তু সবকিছু ঝেড়ে ফেলে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করলো ড্যানিয়েল ভেট্টরির দল। কেনিয়ার বিপক্ষে ১০ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে কিউইরা।

নিউজিল্যান্ড: ৭২/০ (৮ ওভার)
কেনিয়া: ৬৯/১০ (২৩.৫ ওভার)
ফল: নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী

চেন্নাইয়ে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে কেনিয়া। হামিশ বেনেট, টিম সাউদি ও জ্যাকব ওরামের মারাত্মক বোলিংয়ে ২৩.৫ ওভারে গুটিয়ে যাওয়ার আগে মাত্র তিন ব্যাটসম্যান দুই অংকের রানে পৌঁছাতে পারেন।

রাকেপ প্যাটেল অপরাজিত ১৬ ও সিরেন ওয়াটার্স ১৬ রান করেন। দুই অংকের রানের ঘরে পৌঁছানো অপর ব্যাটসম্যান হলেন কলিন্স ওবুয়া (১৪)।

হামিশ মাত্র ১৬ রানে তুলে নেন চার উইকেট। এছাড়া সাউদি ও ওরাম প্রত্যেকেই তিনটি করে উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গুপটিল (৩৯) ও ব্রেন্ডন ম্যাককালাম (২৬) মাত্র ৮ ওভারেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

ম্যাচ সেরা হন নিউজিল্যান্ডের হামিশ বেনেট।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘন্টা, ২০ ফেব্রুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।