ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

১০ম বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি প্রথম ছক্কা শেবাগের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১
১০ম বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি প্রথম ছক্কা শেবাগের

ঢাকা: ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ ১০ম বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি ও প্রথম ছক্কাটি হাঁকিয়েছেন। ৯৪ বল খেলে ১০০ রান করেছেন এই হার্ডহিটার।

 

  সাজ ঘরে ফেরার আগেই বাংলাদেশের ওপর টর্নেডো বইয়ে দিয়েছেন এই হার্ড হিটার। ৪৮তম ওভারে সাকিবের বলে বোল্ড হওয়ার আগে বিশ্বকাপে যুগ্মভাবে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি খেলেন শেবাগ। ১৪০ বল খেলে করেছেন ১৭৫ রান। একই রান নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন আরেক ভারতীয় গ্রেট কপিল দেব।  

 ৩২তম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদের দ্বিতীয় বলটি মিড উইকেটে ঠেলে দিয়ে এক রানের মধ্য দিয়ে বাংলাদেশের বিপক্ষে নিজের প্রথম শত রান তুলে নেন এই মারকুটে ব্যাটসম্যান।

এটি বিশ্বকাপে শেবাগের দ্বিতীয় ও একদিনের ক্যারিয়ারের চতুর্দশ শতক।


বাংলাদেশ সময় ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।