ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

দক্ষিণ কোরিয়া-আলজেরিয়া ম্যাচ শুরু

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, জুন ২৩, ২০১৪
দক্ষিণ কোরিয়া-আলজেরিয়া ম্যাচ শুরু

ঢাকা: বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছে দক্ষিণ কোরিয়া এবং আলজেরিয়া।

রোববার রাত ১টায় ব্রাজিলের পোর্তো অ্যালেগ্রের বেইরা-রিও স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।



আগের ম্যাচে রাশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দক্ষিণ কোরিয়া। আর নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয় আলজেরিয়া।

দক্ষিণ কোরিয়া একাদশ:
জুং সুং-রিয়ং (১),  ইউন সুকিয়ং (৩), কিম ইয়ং-গন (৫), সন হিউং-মিন (৯), পার্ক চু ইয়ং (১০), লি ইয়ং (১২), কু জা-চেওল (১৩), হ্যান কুক-ইয়ং (১৪), কি সুং-ইউয়েং (১৬), হং জেয়ং-হো (২০) ও লিচুং-ইয়ং (১৭)।

কোচ: হং মিউংবো (কোরিয়া)

আলজেরিয়া একাদশ:
রাইস মা’বোলহি (২৩), মজিদ বুঘেরা (২), রফিক হালিচ (৫), জামল মেসবাহ (৬), সোফিনে ফেঘুলি (১০), ইয়াসিন ব্রাহিমি (১১), কার্ল মেদিয়ানি (১২), ইসলাম স্লিমানি (১৩), নাবিল বেনতালেব (১৪), মোহাম্মদ জেমামুচে (১৬), লিয়াসিন কাডামুরো (১৭), আইসা মান্ডি (২০)।

কোচ: হালি হদিস বাহিত (বাহরাইন)।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, জুন ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।