ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

বেলজিয়াম-রাশিয়া একাদশ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জুন ২২, ২০১৪
বেলজিয়াম-রাশিয়া একাদশ

ঢাকা: বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের নিজেদের দ্বিতীয় খেলায় মুখোমুখি হচ্ছে বেলজিয়াম এবং রাশিয়া।

রোববার ভোর ১০টায় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে।



আগের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় নিয়ে ‍মাঠ ছাড়ে বেলজিয়াম। আর নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়া সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রাশিয়া।


বেলজিয়াম একাদশ:
থিবাউত কোরটয়েস (১), টবি অ্যাল্ডারউইয়ালড (২), থমাস ভারমালেন (৩), ভিন্সেন্ট কোম্পানি (৪), ড্যানিয়েল ভ্যান বাইটেন (১৫), অ্যাক্সেল উইটসেল (৬), কেভিন ডি ব্রুইন (৭), মারুয়ান ফেলাইনি (৮), ইডেন হ্যাজার্ড (১০), ড্রাইস মার্টেন্স (১৪), রোমেলু লুকাকু (৯)।
কোচ: উইলমটস মার্চ (বেলজিয়াম)।

রাশিয়া একাদশ:
ইগর আকিনফেব (১), আলেক্সি কজলভ (২), সার্গেই ইগনাসেভিচ (৪), ভাসিলি বেরেজুটস্কি (১৪), দিমিত্রি কমবারভ (২৩), ম্যাক্সিম কানুনিকভ (৬), ডেনিস গ্লুসাকভ (৮), ওলেগ শাতভ (১৭), আলেক্সান্দার সামেডভ (১৯), ভিক্টর ফাইজুলিন (২০), আলেক্সান্দার কোকোরিন (৯)।

কোচ: ফ্যাবিও ক্যাপেলো (ইতালি)

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জুন ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।