ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

মিরপুরে মানুষের ঢল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১
মিরপুরে মানুষের ঢল

ঢাকা: জনসমুদ্র! হাজার হাজার মানুষ উৎসবে মেতেছে। বাদ্যের তালে, ভেপু বাজিয়ে, স্লোগানে স্লোগানে মুখোরিত হয়ে উঠেছে মিরপুর।

এই আবেগ ক্রিকেট বিশ্বকাপ ঘিরে। ক্রিকেট পাগল জাতি ছাড়া এমন উৎসব অন্য কেউ করতে পারে না। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে, প্রধান সড়কে, দশ নম্বর গোলচত্বর থেকে একনম্বর পর্যন্ত জন ¯্রােত। অতিথি হিসেবে এই মানুষগুলোকে কেউ আমন্ত্রণ জানায়নি। তারা স্বেচ্ছায় এসেছে। তাদের প্রিয় দলকে সমর্থন দিতে। ভারতের বিপক্ষে খেলতে নামার আগে উজ্জীবিত করতে।

কোলের শিশুকে নিয়ে মা উৎসবে যোগ দিয়েছেন। খোকা বাবুকে পড়ার টেবিলে বসতে হয়নি। বাবার হাত ধরে দেখতে এসেছেন বিশ্বকাপের ভেন্যু। বয়স্ক আতাহার মিয়াও দোকান বন্ধ করে আনন্দ মিছিলে যোগ দিয়েছেন।

অন্য সময় হলে ব্যাংকার শাহেদ চৌধুরী পরিবার নিয়ে ঢাকার আশ পাশে বেড়াতে যেতেন। বিশ্বকাপ বলে ধানমন্ডি থেকে চলে আসেন মিরপুরে। পরিজন নিয়ে ফুটপাতে বসে উৎসব করেছেন।

অবাক বিস্ময়ে ক্রিকেট পাগল জাতির উচ্ছ্বাস দেখেছেন বিদেশি সাংবাদিকরা। ভারতীয় কয়েকজন সাংবাদিকের চোখ ছানাবরা হওয়ার জোগার। যাদের দেশে ক্রিকেট ধর্মের মতো সেই ভাতীয়দেরকেও ছাপিয়ে গেছেন বাংলাদেশের মানুষ।

সুন্দর নগরী। আলোঝলমলে রূপ দেখে কারই বা ঘরে বসে থাকতে ইচ্ছে হয়।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।