ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

বিশ্বকাপে খেলবে দশ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১
বিশ্বকাপে খেলবে দশ দল

ঢাকা: বিশ্বকাপের দল সীমিত হয়ে আসছে। ২০১৫ সাল থেকেই দশটি দল নিয়ে হতে পারে একদিনের ক্রিকেট বিশ্বকাপ।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লরগাত শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান।

মূলত ১৪টি নিয়ে আইসিসি আয়োজন করে আসছে বিশ্বকাপ। এতে টেস্ট খেলুড়ে দেশগুলো ছাড়াও অংশ নেয় সহযোগী চার দেশের চারটি দল। কিন্তু আইসিসি মনে করছে, বৃহৎ এই পরিসরে ছোটদলগুলোর তেমন অগ্রগতি হয় না। এজন্য ৫০ ওভারের বিশ্বকাপের চেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপই তাদের জন্য অনেক ভালো।

হারুন বলেন,“টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২টি খেললেও তা বাড়িয়ে ১৬টি দলকে সুযোগ দেওয়া চিন্তা-ভাবনাও আছে আইসিসির। ”

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।