ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

হাসপাতালে ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১
হাসপাতালে ম্যাককালাম

চেন্নাই: হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার নিউজিল্যান্ডের অল-রাউন্ডার নাথান ম্যাককালামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এজন্য কেনিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।



দলের এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার মেডিক্যাল কর্মকর্তাকে জ্বরের বিষয়ে (উচ্চ তাপমাত্রা) জানান ম্যাককালাম। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় চেন্নাইয়ের একটি স্থানীয় হাসপাতালে। এই মুহূর্তে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এই ক্রিকেটার। ”

চিকিৎসকরা জানিয়েছেন, অগ্রগতি হচ্ছে ম্যাককালামের। আশা করা যায়, শনিবার হাসপাতাল ত্যাগ করতে পারবেন তিনি।

১৯টি ওয়ানডে ম্যাচ খেলা নাথান হলেন ওপেনার ব্রেন্ডন ম্যাককালামের ভাই।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।