ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

পরিবেশবান্ধব অনুষ্ঠান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১

ঢাকা: বিশাল আয়োজনের কোথাও ঘাটতি নেই। গ্যারারি ভরা হাজার হাজার দর্শক।

মাঠের ভেতর চোখধাঁধানো দুর্দান্ত সব পারফরমেন্স করলেন ২০১১ বিশ্বকাপের সহ-আয়োজক বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার শিল্পীরা। সঙ্গে ছিলেন বিদেশি পারফর্মাররাও। এরমাধ্যমে আয়োজকরা পৃথিবী জুড়ে একটা বার্তা দিলেন, পরিবেশের ক্ষতি না করেও অনুষ্ঠান করা যায়।

১৪ দলের অধিনায়করা মাঠে এলেন পরিবেশ বান্ধন গাড়ি রিক্সায় চড়ে। বিশ্বকাপের মাসকট স্টাম্পি এলো ভ্যানে। জ্বালানী তেলের অপব্যবহারের মাধ্যমে পরিবেশকে বিপর্যয় থেকে রক্ষার ইঙ্গিত দিলেন আয়োজকরা।

বাংলাদেশ পর্বে দেশের সংস্কৃতি তুলে ধরার মিছিলে ছিলো নৌকা, পেঁচা, ময়ূর, কচ্ছপ, ঢোল, ছাতা। পরিবেশের ক্ষতি করে এমন বিষয় খুব কমই ছিলো। ওই একটু আতশ বাজি যা শব্দ দুষণ করে। ভারত এবং শ্রীলঙ্কার অংশেও পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে এমন কিছু ছিলো না।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।