ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

‘বড় প্রতিযোগিতা আয়োজনের সামর্থ্য রাখে বাংলাদেশ’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১

ঢাকা: বিশ্বকাপ উপলক্ষ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেস বক্সের অধিকাংশ আসন জুড়ে ছিলেন বিদেশি সাংবাদিকরা। প্রত্যেকে বেশ উপভোগ করেছেন উদ্বোধনী অনুষ্ঠান।

উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন।

কেমন অনুষ্ঠান হয়েছে প্রশ্ন রাখতে মুম্বাই মিররের সাংবাদিক এহতেশাম হাসান বলেন,“খুব সুন্দর ও আকর্ষণীয় উদ্বোধনী উপহার দিয়েছে বাংলাদেশ। এটা প্রমাণ করেছে বাংলাদেশের বড় প্রতিযোগিতা আয়োজনের সামর্থ্য রয়েছে।   তবে স্টেডিয়ামের বাইরে বেশি দর্শক থাকায় তাদের জন্য জায়ান্ট ক্রিনে অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা থাকলে ভালো হতো। ”

ভারতের টেলিগ্রাম পত্রিকার সাংবাদিক অনন্য সেনগুপ্ত জানান,“উদ্বোধনী অনষ্ঠান অসাধারণ হয়েছে। প্রথমবারের মতো এতবড় অনুষ্ঠানের আয়োজন করায় ভালো লাগছে। ”

পাকিস্তানের জিয়ো টিভির সাংবাদিক সোহেল ইহসান বলেন,“বেশ জমকালো অনুষ্ঠান হয়েছে। আমার মনে হয়, বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত হচ্ছে এটি। ”

উদ্বোধনী অনুষ্ঠান পর্ব ক্যামেরাবন্দী করছিলেন বৃটেনের স্কাই স্পোর্টসের ক্যামেরাম্যান ডেভ বাক্সটন। অনুষ্ঠান সর্ম্পকে জানালেন,“আমার খুব ভালো লেগেছে। বেশ উপভোগও করেছি। ”

ইংল্যান্ডের আরেক সাংবাদিক জেমস কোল জানালেন,“দৃষ্টিনন্দন একটি উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। তবে বিশেষ করে ক্রিকেট পাগল দর্শকদের কথা আলাদা করে বলতেই হয়। আমি তো গ্যালারির পাশের সিড়িতে নেচেছি। এছাড়া আতশবাজি ও শিল্পীদের পারফরমেন্স ছিলো অসাধারণ। ”

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘন্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।