ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

পুলিশ হলেন দর্শক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১
পুলিশ হলেন দর্শক

ঢাকা: বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট দুর্ভিক্ষের কথা সবারই জানা। সাধারণ মানুষের অনেকের ভাগ্যে জোটেনি উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট।

অথচ কয়েক’শ পুলিশ সদস্যদেকে গ্যালারিতে বসিয়ে অনুষ্ঠান উপভোগের ব্যবস্থা করে দেওয়া হয়।

ডজন ডজন আসন দখল করে বসে থাকেন নিরপত্তার দায়িত্বে থাকা বাংলাদেশ বর্ডার গার্ড কর্মীরাও। প্রেস বক্সের নিচের সারিতে তাদেরকে জায়গা করে দেওয়া হয়। সাধারণ গ্যালারিতেও জনতার মাঝে বসে অনুষ্ঠান উপভোগ করছেন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা।

তবে মজার বিষয় হচ্ছে বিশ্বের সবদেশেই এমন আয়োজনে নিরাপত্তা কর্মীরা তাদের দায়িত্ব পালন করেন দাঁড়িয়ে। কিন্তু বাংলাদেশে ঘটলো উল্টো। চেয়ারে বসে নিরাপত্তা পালনে নতুনত্ব এনেছেন বাংলাদেশের পুলিশ ও বর্ডার গার্ড সদস্যররা।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।