ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

দেশ-বিদেশের অতিথিদের ভিড় বিশ্বকাপের উদ্বোধনীতে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১
দেশ-বিদেশের অতিথিদের ভিড় বিশ্বকাপের উদ্বোধনীতে

ঢাকা: দেশের বিশিষ্ট জন থেকে শুরু করে বিশ্বকাপে অংশগ্রণকারী দেশগুলোর বিশিষ্ট অতিথিরা যোগ দেন জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি ও ভারতের কৃষিমন্ত্রী শারদ পাওয়ার, প্রধান নির্বাহী কর্মকর্তা হারুণ লরগাতসহ অন্যান্য কর্মকর্তারা।



উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন স্বাগতিক বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ঢাকায় অবস্থানরত ভারত, পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশে অবস্থানরত রাষ্ট্রদূত এবং কূটনৈতিক কর্মকর্তারা যোগ দিয়েছিলেন চোখধাঁধানো উদ্বোধনীতে। মন্ত্রী, উপমন্ত্রী, সাংসদ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ অনুষ্ঠানে ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বকাপ আয়োজক সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামালসহ বিসিবি কর্মকর্তাগণ উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘন্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।