ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

বিশ্বকাপ ক্রিকেটে ভালো করার আশাবাদ ১৪ অধিনায়কের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১
বিশ্বকাপ ক্রিকেটে ভালো করার আশাবাদ ১৪ অধিনায়কের

ঢাকা: এবারের বিশ্বকাপে নিজেদের সেরা খেলাটাই উপহার দেওয়ার আশা প্রকাশ করেছেন ১৪ দলের অধিনায়কেরা।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় হোটেল শেরাটনে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর অধিনায়কেরা সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন।



যেসব দেশ আইসিসি ১০ বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিচ্ছে এবং যারা উপভোগ করতে আসবেন, সহ-আয়োজক দেশ ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী ব্রিফিংকালে তাদের আয়োজক দেশগুলোর পক্ষে সাদর আমন্ত্রণ জানান। পাশাপাশি ভারত ভালো খেলা উপহার দেবে বলে আশা প্রকাশ করেন।

অস্ট্রেলিয়া দলের অধিনায়ক রিকি পন্টিং নিজেরা ভাল খেলবেন এমনটাই জানালেন। পাশাপাশি বাংলাদেশ সম্পর্কে তার বক্তব্যে প্রশংসা ঝরেছে। তিনি বলছিলেন, ‘এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করেও ফেলতে পারে। ইদানিং তারা ভালো খেলছে।

পাকিস্তান দলের অধিনায়ক শহীদ আফ্রিদি নিজেদের দেশ আয়োজক হতে না পারায় বিষয়টিকে মিস করছেন বলে জানান। তবে তিনি এও বলেন, ‘আয়োজক হতে না পারলেও ভারত ও বাংলাদেশে খেলা নিজেদের দেশেই খেলার মতোই। আমরা ভালো খেলবো। ’

এরকম সব অধিনায়কই দর্শকদের ভালো খেলা উপহার দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।