ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

এসে গেছে আয়ারল্যান্ডও

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১
এসে গেছে আয়ারল্যান্ডও

ঢাকা: বিশ্বকাপে অংশ নিতে ঢাকায় এসেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। বৃহস্পতিবার দুপুরের আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তারা।



‘বি’ গ্রুপের দল আয়ারল্যান্ড আগামী ২৫ ফেব্রুয়ারি স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আয়াল্যান্ডের বিপরীতে বাংলাদেশের পূর্ব অভিজ্ঞতা খুব একটা সুখের নয়। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলায় আইরিশদের কাছে হেরেছিলো টাইগাররা। সর্বশেষ ইউরোপ সফরে দুই ম্যাচ সিরিজের প্রথমটি হেরে যায়। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনে মাশরাফি বাহিনী।

অবশ্য ২০০৭ সালে দেশের মাঠে তিন ম্যাচের সিরিজে আইরিশদের ধবলধোলাই করে বাংলাদেশ। বিশ্বকাপ ম্যাচেও সাকিব বাহিনীর জয়ের সম্ভাবনা আছে।

আয়ারল্যান্ড দল: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), আন্দ্রে বোথা, অ্যালেক্স কুসাক, জর্জ ডকরেল, ট্রেন্ট জোনাথন, নিগেল জোন্স, ইডি জোয়েস, জন মনি, কেভিন ও’ ব্রায়ন ল ও’ব্রায়ন, বয়েড র‌্যাঙ্কিন, পল স্টারলিং, অ্যালবার্ট ভ্যান ডার মারউ, এন্ড্রু হোয়াইট, গ্যারি উইলসন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘন্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।