ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

এসি মিলানের হার, ড্র শালকের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১
এসি মিলানের হার, ড্র শালকের

রোম: উয়েফা চ্যাম্পিয়ন্সলিগের শীর্ষ ষোল’র প্রথম লেগে হোঁচট খেয়েছে সিরি ‘আ’র একনম্বর দল এসি মিলান। মঙ্গলবার তাদের ১-০ গোলে হারায় ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার।

মিলানের মাঠে প্রথমার্ধে গোল করতে পারেনি কোন পক্ষ। বিরতির পর গোল দিতে মরিয়া হয়ে ওঠে উভয় দল। ৮০ মিনিটে গোল নামক সোনার হরিণের দেখা পায় টটেনহাম। লেননোর পাস থেকে জালে বল জড়ান পিটার ক্রাউচ।

গোলে শোধে মরিয়া মিলান শেষপর্যন্ত জালের ঠিকানা খুঁজে না পাওয়ায় এই ব্যবধানে শেষ হয় ম্যাচ।

এদিকে জার্মানির শেলকে জিরো ফোর ১-১ গোলে ড্র করেছে স্পেনের ভ্যালেন্সিয়ার সঙ্গে। নিজেদের মাঠে ১৭ মিনিটে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। গোল করেন রবার্তো সোলদাদো। অবশ্য ৬৪ মিনিটে রাউল গঞ্জালেসের গোলে সমতায় ফেরে শালকে।

বাকি সময় গোল না হলেও ৯০ মিনিটে দশজনের দলে পরিণত হয় শালকে। দ্বিতীয় হলুদকার্ড দেখে মাঠ ছাড়েন লুকাস শমিজ।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।