ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

খেলা

ভারত এখন ঢাকায়

সেকান্দার আলী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১
ভারত এখন ঢাকায়

ঢাকা: বিশ্বকাপের উত্তাপ নিয়ে ঢাকায় এসেছে ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তারা।



ভারতীয় দলের লিয়াজো কর্মকর্তা হাসানুজ্জমান ঝড়– বাংলানিউজকে জানান, বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে হোটেল উঠবে ৮৩’র বিশ্ব চ্যাম্পিয়নরা।

১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে বিশ্বকাপের অন্যতম দাবিদার ভারত।

বিশ্বকাপের জন্য দারুণ প্রস্তুতি নিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশের মাটিতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে। সব মিলিয়ে ভারতের প্রস্তুতি বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে।

তুলনামূলক বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি অতটা জোড়ালো হয়নি। ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক সিরিজ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট খেললেও আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি। তবে দুটি প্রস্তুতি ম্যাচের সুযোগ হয়েছে। ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কানাডাকে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারালেও পাকিস্তানের কাছে মঙ্গলবার বাজেভাবে হেরে যায়।

একদিক থেকে ভারতের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ভারতকে হারিয়ে দ্বিতীয় পর্বে খেলার সুযোগ মিলেছিলো টাইগারদের। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানদের মনে সুখস্মৃতি এখনো আছে। হয়তো প্রেরণা হিসেবে কাজেও দেবে। স্বাগতিক ক্রিকেটারদের মধ্যে কিছুটা হলেও চাপ কম থাকবে। তীব্র প্রতিদ্বন্দ্বীতা করে হেরে গেলে দোষ নেবে না দেশের মানুষ। কিন্তু ফেভারিট ভারত জয়ের জন্য মরিয়া হয়ে উঠবে। সেক্ষেত্রে তাদের ওপর সওয়ার হতে পারে বাড়তি চাপ।

ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দ্র শেবাগ, রবিচন্দ্র অশ্বিন, পিজুস চাওলা, গৌতম গম্ভীর, হরভজন সিং, জহির খান, বিরাট কোহলী, আশিস নেহরা, মুনাফ প্যাটেল, ইউসুফ পাঠান, সুরেশ রায়না, শচীন টেন্ডুলকার, যুবরাজ সিং ও শ্রীশান্ত।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘন্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।