ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

টুইটার নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১
টুইটার নিষিদ্ধ

নয়াদিল্লি: বিশ্বকাপের ম্যাচ চলাকালীন কোন কর্মকর্তা সামাজিক যোগাযোগের সাইট টুইটার ব্যবহার করতে পারবেন না। এছাড়া এক বার্তায় খেলোয়াড়দের জন্য মুঠোফোনও নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।



আইসিসি মুখপাত্র জেমস ফিজজেরাল্ড বার্তা সংস্থা এএফপিকে জানান,“সাম্প্রতিক ঘটনাগুলোই প্রমাণ করে আইসিসি দুর্নীতির সঙ্গে কোন আপস করে না। এজন্য দুর্নীতি দমনে যে কোন পদক্ষেদ নিতে আগ্রহী সংস্থাটি। ”

পিজজেরাল্ড বলেন,“এটি একটা প্রতিরোধমূলক ব্যবস্থা। এ নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই। তবে আমরা মনে করি দলের ম্যানেজার জরুরী কাজে মুঠোফোন ব্যবহার করতে পারবেন। ”

আইসিসির আইন শুধু ম্যাচের সময় বহাল থাকবে। ম্যাচ শেষে খেলোয়াড় ও কর্মকর্তারা যথারীতি মুঠোফোন ও টুইটার ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে আইসিসি।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘন্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।