ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

আশাবাদী মেক্সিকো, পিছিয়ে নেই ক্যামেরুনও

ওর্য়াল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জুন ১৩, ২০১৪
আশাবাদী মেক্সিকো, পিছিয়ে নেই ক্যামেরুনও ছবি: দস স্যান্তোস ও স্যামুয়েল ইতো

ঢাকা: বিশ্বকাপ ২০১৪ এর দ্বিতীয় খেলায় বাংলাদেশ সময় শুক্রবার রাত ১০টায়  মুখোমুখি হবে মেক্সিকো  ও ক্যামেরুন।

১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের স্বাগতিক হয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল মেক্সিকো।

আর অন্যান্যবার দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের।  

এবার তারা ‘এ’ গ্রুপের অপর দু’টি দল ক্রোয়েশিয়া ও ক্যামেরুনকে পেছনে ফেলে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের সঙ্গী হওয়ার আশা করছেন কোচ মিগুয়েল হেরেরা।  

তিনি বেশ আশাবাদীও বটে। মেক্সিকোর মাঝ মাঠে কার্লোস পেনা এবং লুই মন্তেজের মত দুর্দান্ত খেলোয়াড় রয়েছেন।

তবে রক্ষণভাগে বর্ষীয়ান খেলোয়াড়দের আধিক্য দ্রুতগতি সম্পন্ন উইং ব্যাকদের জন্য চাপের সৃষ্টি করবে। দলে জাভিয়ার হার্নান্ডেজের মতো খেলোয়াড় ও তরুণ দস স্যান্তোস বিপক্ষের জন্য বিপজ্জনক হতে পারে।
 
এদিকে ‘আফ্রিকার অদম্য সিংহ’ ক্যামেরুন দলকে নিয়ে অবশ্য খুব বেশি প্রত্যাশা করতে পারছেন না সংশ্লিষ্টরা।

ক্যামেরুনের সবচেয়ে বড় তারকা স্যামুয়েল ইতোকে কেন্দ্র করেই তাদের আক্রমণ সাজাতে হবে।

ক্যামেরুনের রক্ষণভাগ কিন্তু বেশি সমীহ জাগানোর মতো। তাদের সবচেয়ে বড় সুবিধা হলো শারীরিক সক্ষমতা।

তবে খুব বড় ধরনের অঘটন না হলে এই খেলার ফলাফল মেক্সিকোর অনুকূলে যাওয়াটাই স্বাভাবিক। এরপরও দেশটির খেলোয়াড়রা তো প্রাণান্ত চেষ্টা চালিয়েই যাবেন।



















মেক্সিকো দল:

জে করোনা (গোলরক্ষক), এফ রোডরিগুয়েজ (২), সি স্যালসিডো, আর মারকুয়েজ, ডি রিয়েস, এইচ হেরেহেরা, এম লাইয়ুন, এম ফেবিয়ান, আর জিমেনেজ, জি দস স্যান্তোস, অ্যা পোলিডো, অ্যা তালাভেরা (গোলরক্ষক), জি অচোয়া (গোলরক্ষক), জে হার্নান্দাজ, এইচ মরিনো, এম পোনস, আই বি ব্রিজুয়েলা, অ্যা গোয়ারড্যাডো, ও প্যারালতা, জে অ্যাকুইনো, সি প্যানা, পি অ্যাগুইলার এবং জে ভাজকুয়েজ।
কোচ: মিগুয়েল হেরেরা (মেক্সিকো)।

















ক্যামেরুন দল:

ফিয়েডজু (গোলরক্ষক), অ্যাসো একোত্তো, নকোলো, ডিজেগুইয়ে, নকোনকিও, সঙ্গ অ্যা, নিগুয়েমো, মোক্যান্ডজো, ই’তো, আবুবেকার, ম্যাকউন, বেডিমো,  চৌপো, চেডজো, ওবো, ইতানজিডি (গোলরক্ষক), এমবিয়া, ইনো, অলিঙ্গা, সাল্লি, মেটিপ, নেইম,  এনডিজোক (গোলরক্ষক)।

কোচ: ভলকের ফিনকে (জার্মানি)

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।