ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

কিউট উন্মুক্ত মহিলা ভলিবল শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মে ২৭, ২০১৪
কিউট উন্মুক্ত মহিলা ভলিবল শুরু

ঢাকা: পল্টনস্থ ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মৌসুমী ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় প্রথম বারের মতো কিউট উন্মুক্ত মহিলা ভলিবল প্রতিযোগিতা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। কিউট উন্মুক্ত মহিলা ভলিবল প্রতিযোগিতায় ৮টি দল শিরোপার জন্য লড়বে।



দল গুলো হলো বিজেএমসি (সবুজ), ভিকারুন নিসা নূন স্কুল এন্ড কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,বিজেএমসি (লাল), ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পুলিশ, নবজাগরণী সংঘ,স্কলাসটিকা স্কুল এন্ড কলেজ।

টুর্নামেন্টের উদ্ভোধন করেন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সকম বেভারেজেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব গোলাম কুদ্দুস চৌধুরী ও মৌসুমী ইন্ড্রাষ্টিজ লিমিটেড এর পরিচালক জনাব রাজীব উদ্দীন আহমেদ চপলসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ২৭ মে ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।