ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

জামাল ও রাসেলের পয়েন্ট ভাগাভাগি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১

ঢাকা: বাংলাদেশ লিগে বৃহস্পতিবার পয়েন্ট ভাগাভাগি করেছে শেখ জামাল ধানমন্ডি কাব ও শেখ রাসেল ক্রীড়াচক্র। গোল করতে পারেনি কোন পক্ষ।

এই ড্রয়ে লিগের অষ্টম পর্বের খেলা শেষে শেখ জামাল ও রাসেলের সংগ্রহ সমান ১৫ পয়েন্ট করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তালিকায় জামালের অবস্থান তৃতীয়। আর পরের স্থানে আছে শেখ রাসেল।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে জামাল ও রাসেলের মধ্যকার খেলায় প্রথমার্ধে উভয় দল মাঝমাঠের দখল নিয়ে বেশি ব্যস্ত ছিলো। আক্রমণ হয়েছে হাতে গোণা দু’একটি। ৩২ মিনিটে গোলের সুযোগ নষ্ট করে নবাগত শেখ জামাল।

বিরতির পর গোল পেতে মরিয়া হয়ে উঠে জাতীয় দলের তারকাদের নিয়ে গড়া শেখ জামাল। ৫৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগও ছিলো। কিন্তু দলকে গোল থেকে বঞ্চিত করেন শাকিল আহমেদ। পরে গোল না হওযায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় উভয় পক্ষকে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘন্টা, ১০ ফেব্রুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।