ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

এশিয়ান গেমসে সোনাজয়ীদের সংবর্ধনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১
এশিয়ান গেমসে সোনাজয়ীদের সংবর্ধনা

ঢাকা: এশিয়ান গেমসে স্বর্ণ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিলো ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কলাবাগান মাঠে ক্রিকেটারদের ক্রেস্ট উপহার দেওয়া হয়।

১৬তম এশিয়ান গেমসে প্রথমবারের মতো ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়। প্রথম আসরেই বাজিতাম করে বাংলাদেশ পুরুষ দলটি। চীনের গুয়াংগং স্টেডিয়ামে ২৬ নভেম্বরের ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণপদক জেতে বাংলাদেশ।

এশিয়ান গেমসে এই প্রথম স্বর্ণপদকের দেখা পায় বাংলাদেশ। এর আগে কাবাডির হাতধরে সর্বোচ্চ রৌপ্য পদক জিতেছিলো বাংলাদেশ।

গুয়াংজু গেমসে অন্য খেলাগুলোতে যখন একের পর এক ব্যর্থ হচ্ছিলো তখন আশার প্রদীপ জালিয়ে রাখে ক্রিকেট। মেয়েদের ক্রিকেটেও রৌপ্যপদক জেতে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘন্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।