ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

খেলা

টেনিসের ফাইনালে অমল-আলমগীর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১

ঢাকা: সনি জাতীয় টেনিসের পুরুষ এককের ফাইনালে উঠেছেন অমল রায় ও রঞ্জন রাম। বৃহস্পতিবার সেমিফাইনালে অলম রায় লক্ষণ লালকে ও আলমগীর হোসেন হারান রঞ্জনকে।

রিক্রিয়েশন সেন্টারের অমল ৬-৩ ও ৬-২ গেমে আমেরিকান কাবের লক্ষণ লালকে হারিয়ে ফাইনালে উঠেন।
নরডিক কাবের আলমগীর হোসেন ৩-৬, ৬-২ ও ৬-৩ গেমে টেনিস কমপেক্সের রঞ্জনকে পরাজিত করে অমলের সঙ্গী হয়েছেন।

এদিকে মহিলা এককে সারদা আলম ৬-২ ও ৬-১ গেমে নাদিয়া আফরিনকে হারিয়ে ফাইনালে উঠেন। শিরোপার জন্য তিনি মুখোমুখি হবেন সাথী সরকারের।

বালিকা এককে (১৬ বছর গ্রুপ) আয়েসা সুলতানা ৬-৩ ও ৬-৪ গেমে ঝিলিক চাকমাকে এবং ইশিতা আফরোজ ৬-৩ ও ৬-১ গেমে মোবাশ্বেরা ফিরো মৌরিনকে হারিয়ে নিশ্চিত করেন ফাইনাল।

বালক এককে (১৬ বছর গ্রুপ) রুস্তুম আলী ৬-৩ ও ৬-৪ গেমে জামিল ভূঁইয়াকে এবং বিপন রাম ৩-৬, ৬-১ ও ৬-৪ গেমে ওয়াই মং মারমাকে পরাজিত করে ফাইনালে উঠেন।

পুরুষ দ্বৈতের ফাইনাল নিশ্চিত করেছেন আনোয়ার হোসেন ও দীপু লাল জুটি।

শুক্রবার সকাল নয়টায় রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে হবে মহিলা একক, বালিকা একক ও পুরুষ দ্বৈতের ফাইনাল। একই ভেন্যুতে বিকেল সাড়ে তিনটায় হবে পুরুষ (একক) ও বালক এককের ফাইনাল।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।