ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

প্রভীনের বিদায়, দলে ফিরলেন শ্রীশান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১১
প্রভীনের বিদায়, দলে ফিরলেন শ্রীশান্ত

নয়াদিল্লি: ভারতীয় পেসার প্রভীন কুমারের বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হলো না। চোটের কাছে শেষপর্যন্ত হার মানতে হয়েছে তাকে।

তার বদলে দলে জায়গা পেয়েছেন শ্রীশান্ত। মঙ্গলবার প্রভিনের কনুইয়ের পরীক্ষা-নিরীক্ষার পর জাতীয় ক্রিকেট একাডেমি (এনসিএ) এ সিদ্বান্ত জানায়।

জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে থেকেই কনুইয়ের চোটে ভুগছিলেন ২৪ বছর বয়সী এই বোলার। দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরতও পাঠানো হয়েছিলো। প্রাথমিক চিকিৎসার পর লন্ডনে যান শৈল্যচিকিৎসক ডা. অ্যান্ড্রু ওয়ালেসের কাছে। কিন্তু উন্নতি আশানুরুপ হয়নি বলে জানান শৈল্যবিদ।  

গত কয়েক বছর ধরেই একদিনের দলের প্রায় নিয়মিত মুখে পরিণত হয়েছিলেন প্রভীন। বিশ্বকাপ একাদশে থাকাও প্রায় নিশ্চিত ছিলো তার। প্রভীনের কারণে ভাগ্য খোলা শ্রীশান্তের ওয়ানডে অভিজ্ঞতা অবশ্য খুব বেশি নয়। ২০০৫ সালে অভিষেকের পর ৫১টি একদিনের ম্যাচ খেলেছেন শ্রীশান্ত।

৮ ফেব্রুয়ারি ছিলো চোট আক্রান্ত খেলোয়াড় যাচাই বাছাইয়ের শেষদিন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘন্টা, ফেব্রুয়ারি ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।