ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

বিশ্বকাপের স্মারক মুদ্রা বাজারে, দাম ৩০০০ টাকা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১১
বিশ্বকাপের স্মারক মুদ্রা বাজারে, দাম ৩০০০ টাকা

ঢাকা: বিশ্বকাপ উপলক্ষ্যে ১০ হাজার স্মারক মুদ্রা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। জার্মানির তৈরি এই রৌপ্যমুদ্রা মঙ্গলবার সকালে বানিজ্যিক ব্যাংকগুলোতে ছাড়া হয়েছে।

মুদ্রাটি মূল্যমান ১০ টাকা হলেও প্রতিটি মুদ্রার বিক্রয়মূল্য ধরা হয়েছে তিন হাজার টাকা।

মঙ্গলবার সকালে এ মুদ্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর সাংগঠনিক কমিটির চেয়ারম্যন অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত।

দশ হাজার মুদ্রার মধ্যে ৯ হাজার ৫০০ টি মুদ্রা বাজারে বিক্রির জন্য ছাড়া হয়েছে। বাকি ৫শ’ মুদ্রা দেওয়া হবে আইসিসিকে।

দুপুর ১২টা থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে পাওয়া যাচ্ছে।

বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সোমবার বাংলানিউজকে জানান, বাংলাদেশ ব্যাংক ৫০০ স্মারক মুদ্রা তুলে দেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’কে। সৌজন্য হিসেবে দেওয়া হবে এ মুদ্রাগুলো।

মূলত বিশ্বকাপের স্মারক হিসেবে সংগ্রহের জন্য এই মুদ্রা তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে যে ৫০০ মুদ্রা দেওয়া হবে সেগুলো দিয়ে ম্যাচে টস করা হবে।

মুদ্রার এক পিঠে ইংরেজিতে আইসিসি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০১১ এর লোগোসহ কথাটি মুদ্রিত রয়েছে। অপর পিঠে বাংলা ও ইংরেজিতে বাংলাদেশ ব্যাংক ও টেন টাকা কথাগুলো মুদ্রিত হয়েছে।

গোলাকার একেকটি মুদ্রার ব্যাস ৩৮ মিলিমিটার, ওজন ৩০ গ্রাম। মুদ্রাটি ৯২৫ ফাইন সিলভার  (রৌপ্য) ধাতুতে তৈরি।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।