ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

চোট নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়ান কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১
চোট নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়ান কোচ

মেলবোর্ন: বিশ্বকাপের সময় যতই ঘনিয়ে আসছে ততই দল নিয়ে দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে অস্ট্রেলিয়া কোচ টিম নিয়েলসনের। গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড়ই এখনো চোটের ছায়া মুক্ত হতে উঠেননি।

কপালে চিন্তার ভাঁজ নিয়ে বিশ্বকাপ অভিযানের লক্ষ্যে বুধবার ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ছে রিকি পন্টিংয়ের দল।

অধিনায়ক রিকি পন্টিং (আঙ্গুলে) থেকে শুরু করে মাইকেল হাসি (হ্যামস্ট্রিং) নাথান হরিজ (কাঁধে) রয়েছেন এ তালিকায়। এমননি এদের সম্ভাব্য বদলী জ্যাভিয়ের ডোহার্টি (ব্যাক) ও শন মার্শও (হ্যামস্ট্রিং) চোট সমস্যায় ভুগছেন।

নিয়েলসন আশা করেন চোট সমস্যায় থাকা খেলোয়াড়দের তালিকা বিশ্বকাপ স্কোয়াডে দীর্ঘ হবে না। অন্তত ভারত সফরের আগে বিষয়টি নিয়ে ভেবে দেখবেন নির্বাচকরা। তার মতে,“বিশ্বকাপের মতো আসরে আমি তিন চারজনকে নিয়ে ঝুঁকি নিতে পারি না। ১১ জন ফিট খেলোয়াড় নিয়ে শুরু করতে যাচ্ছি। ”

অসি কোচের শঙ্কা জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে। চোট আক্রান্ত খেলোয়াড়দের ভূমিকা কি হবে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। এমনকি বদলী ফিল্ডার খুঁজে পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।

মাইক হাসি সুস্থ হয়ে ওঠার সময়ের সীমারেখা দেখাতে পারেননি। বরং কোচকে জানিয়েছেন পুরো ফিট হতে হতে কয়েকটা ম্যাচ শেষ হয়ে যেতে পারে। অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে কাঁধে চোট পাওয়া হরিজ বিশ্বকাপের আগেই চোটমুক্ত হওয়ার ব্যাপারে আশাবাদী। গত সপ্তাহে নেটে অনুশীলনও করেছেন।

তবে বিশ্বকাপে খেলার নিশ্চয়তা দিচ্ছেন অধিনায়ক পন্টিং। চোটের কারণে সিডনি টেস্ট না খেলা এই ব্যাটসম্যানের বিশ্বাস দলের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকলে আগামীকালই মাঠে নামতে পারবেন। সোমবার বলেন,“গত সপ্তাহের চেয়ে ভালো অনুভব করছি। এ সপ্তাহে ব্যাট নিয়ে নেটে ফিরেছি। অনুশীলনের সময় তিনটি ভালো হিটও করেছি। যা ভেবেছিলাম সম্ভবত তারচেয়েও দ্রুত উন্নতি হচ্ছে। ”

আগামী রোববার বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। আটদিন পরই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে অসিদের মূল বিশ্বকাপ অভিযান শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘন্টা, ৭ ফেব্রুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।