ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

ক্রিকেটকে সৌরভের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১
ক্রিকেটকে সৌরভের বিদায়

কলকাতা: সবধরণের ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সোমবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন ভারতের সাবেক অধিনায়ক।

২০০৮ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন প্রিন্স অব ক্যালকাটা। অবসর নিলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’র দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছিলেন। ২০১১ সালে আইপিএল’র চতুর্থ আসরে কোন ক্লাবই সৌরভকে পেতে আগ্রহ দেখায়নি। উপায়ান্তর না দেখে ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার উপযুক্ত সময় ভেবে নিলেন ৩৮ বছর বয়সী সৌরভ। হয়তো অভিমান থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতের হয়ে ১১৩টি টেস্ট ও ৩১১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন সৌরভ। ২০০৩ সালের বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই ফাইনালে খেলে ভারত। মো. আজহার উদ্দিনের পর ভারতের সবচেয়ে সফল অধিনায়কের বিদায়ের খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।