ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

বিশ্বকাপের উত্তেজনা বাড়িয়ে দিলো র‌্যাঙ্কিং: সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১
বিশ্বকাপের উত্তেজনা বাড়িয়ে দিলো র‌্যাঙ্কিং: সাকিব

ঢাকা: প্রধান নির্বাচকের কাছ থেকে অভিনন্দন বার্তা পাওয়ায় সকালটা বেশ কাটলো অধিনায়ক সাকিব আল হাসানের। এরপর অনেকগুলো ফোন কল এসেছে শুভেচ্ছা বার্তা নিয়ে।

প্রতিউত্তরে সাকিব ধন্যবাদ দিয়েছেন। খুশির খবর বটে, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। অনেকদিন নবম স্থানে পড়ে থাকা দলটি উঠে এসেছে অষ্টম স্থানে।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এরচেয়ে ভালো সময় আগে কখনোই আসেনি। সুতরাং অভিনন্দন বার্তা পেতেই পারেন অধিনায়ক। এই অধিনায়কের নেতৃত্বেই তো ওয়েস্ট ইন্ডিজ থেকে টেস্ট এবং একদিনের ক্রিকেট সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। শুধু সিরিজ নয় একেবারে ধবলধোলাই করে এসেছে। সবচেয়ে আকর্ষণীয় সিরিজ খেলেছে ঘরের মাঠে ক্রিকেটের অন্যতম পরাশক্তি নিউজিল্যান্ডের বিপক্ষে।

বিশ্বকাপের সাবেক সেমিফাইনালিস্টদেরও ধবলধোলাই দিয়েছে সাকিব বাহিনী। অধিনায়েকের জন্য গর্বের বিষয়, ভিভিয়ান রিচার্ডস, গর্ডন গ্রীনিজ, চার্লস ব্রায়ন লারা এবং ক্রিস গেইলদের দেশ ওয়েস্ট ইন্ডিজকে পেছনে রেখে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সেই দলের নেতা সাকিব।

একদিকে যেমন খুশির খবর অন্যদিকে চাপও বটে। র‌্যাঙ্কিং ধরে রাখার চাপ, ভালো খেলার চাপ। অধিনায়ক সাকিব মনে করেন,“র‌্যাঙ্কিংয়ে এগিয়েছি আমাদের জন্য খুবই ভালো খবর। বিশ্বকাপে ভালো খেলতে প্রেরণা যোগাবে। সঙ্গে একটা বাড়তি দায়িত্ব এবং চাপও থাকবে। কারণ এই বিশ্বকাপেই ওয়েন্ট ইন্ডিজের বিপক্ষে খেলবো। বিশ্বকাপ শেষে আবার র‌্যাঙ্কিং মূল্যায়ন হবে। খারাপ করলে পিছিয়ে যাবো। নিশ্চয়ই সেটা শোভন দেখাবে না। আমরা যদি সপ্তম স্থানে উন্নিত হওয়ার জন্য খেলি সেক্ষেত্রে হয়তো অষ্টম স্থান থেকে পিছলে পড়বো না। ”

২০০৯ সালের জুন মাসে মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজ সফরে যায় বাংলাদেশ। প্রথম টেস্টের তৃতীয় দিন চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে পড়েন নিয়মিত অধিনায়ক। সহ-অধিনায়ক সাকিবের ওপরই দায়িত্ব বর্তায়। ওই বছরটা অধিনায়ক থাকবেন সাকিব। ২০১০ সালে মাশরাফি কেবল এশিয়া কাপ এবং ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে নেতৃত্ব দেন। বাকি সময়টা সাকিবের কাঁধে থাকে নেতার দায়িত্ব। তবে কোচের পদে কোন পরিবর্তন আসেনি। জেমি সিডন্স তিন বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসছেন এবং বিশ্বকাপ পর্যন্ত থাকবেন। সেক্ষেত্রে জেমিও অভিনন্দন পাওয়ার যোগ্য। প্রধান নির্বাচক রফিকুল আলমের কাছ থেকে অভিনন্দন পেয়েছেনও। বাকিরাও হয়তো অভিনন্দন জানাবেন।

বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয় দুই বছর আগে থেকে। ২০১০ সালের পারফরমেন্স সেই পথ মসৃণ হয়ে আসে। বছর শেষ হওয়ার আগেই ওয়েস্ট ইন্ডিজকে পেছন থেকে ধাক্কা দিচ্ছিলো বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে গেইলরা সিরিজ হারায় অবনমন নিশ্চিত হয়। শ্রীলঙ্কা সফরে ২-০ তে সিরিজ খুইয়েছে ক্যারাবিয়ান ক্রিকেট দলটি। উভয় দলের রেটিং এখন ৬৬ করে হলেও পয়েন্টে এগিয়ে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।