ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

র‌্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১

ঢাকা: বিশ্বকাপের আগে একটি সুখবর বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। টাইগাররা বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে থেকেই।

আইসিসির ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ক্যারিবিয়দের চেয়ে একধাপ এগিয়ে থেকে বাংলাদেশের অবস্থান এখন অষ্টম।

রোববার ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ শেষে এ র‌্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। লক্কানদের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হারায় ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ও বাংলাদেশের রেটিং পয়েন্ট সমান (৬৬ পয়েন্ট) হয়ে যায়। তবে মোট পয়েন্টে এগিয়ে যায় টাইগাররা। ৩২ ম্যাচ খেলে বাংলাদেশের মোট পয়েন্ট ২১২১ অন্যদিকে ২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ১৩২১।

তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। পরের অবস্থানগুলোতে যথাক্রমে- ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘন্টা, ৭ ফেব্রুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।