ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

আইসিসি র‌্যাংকিং: ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ৮-এ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১
আইসিসি র‌্যাংকিং: ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ৮-এ

ঢাকা: বিশ্বকাপের আগে বাংলাদেশকে অন্যরকম এক সুসংবাদ দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সুখবরটি হল আইসিসির ওয়ানডে ক্রিকেট র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন আট-এ।



ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে বাংলাদেশ এই স্থান অর্জন করেছে। আইসিসির ওয়েবসাইট সূত্রে এতথ্য জানা গেছে।

রোববার শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার খেলা শেষে আইসিসি নতুন এই র‌্যাংকিং প্রকাশ করে।

নতুন র‌্যাংকিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৮০০ পয়েন্টে এগিয়ে আছে। আর র‌্যাংকিংয়ে সপ্তম স্থানে থাকা নিউজিল্যান্ড থেকে বাংলাদেশ ৯৮১ পয়েন্টে পিছিয়ে আছে।

ওয়েবসাইট সূত্রে আরও জানা যায়, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৬৬ করে হলেও ৩২ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ২১২১ এবং ২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ১৩২১।

বিশ্লেষণে বলা হয়েছে এব্যবধানের কারণেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ থেকে এগিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।