ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

টেস্টকে বিদায় আফ্রিদির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০
টেস্টকে বিদায় আফ্রিদির

লন্ডন: টেস্ট ক্রিকেটকে তৃতীয়বারের মতো বিদায় জানালেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন তিনি।

এর আগে ২০০৫ ও ২০০৬ সালেও অবসরের ঘোষণা দিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক।

৩০ বছর বয়সী আফ্রিদি বলেন,“আমার টেস্ট খেলায় আর আগ্রহ নেই। তাছাড়া আমার মনে হয়, এই খেলার জন্য আমি ঠিক উপযুক্ত নই। ”

বলেন,“চোটের সঙ্গে লড়াই করছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টই হবে আমার শেষ খেলা। ”

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, তারা আফ্রিদির পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যেই নতুন অধিনায়ক নিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে।

পিসিবি’র সভাপতি ইজাজ বাট বলেন,“ যদি কোন খেলোয়াড় এ ধরনের খেলায় স্বাচ্ছন্দবোধ না করেন, তবে তাকে খেলার জন্য চাপ দিতে পারি না আমরা। ”

পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার ২৭টি টেস্ট খেলেছেন। এর মধ্যে তার ৫টি শতক ও ৮টি অর্ধশতক রয়েছে।

অস্ট্রেলিয়ার সঙ্গে টানা ১৩ ম্যাচ হারার পর এই ঘোষণা দিলেন আফ্রিদি।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘন্টা, জুলাই ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।