ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

জাতীয় টেনিসে শীর্ষ বাছাইরা পরবর্তী রাউন্ডে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১১

ঢাকা: সনি জাতীয় টেনিসের দ্বিতীয় দিনেও শীর্ষ বাছাইদের জয়যাত্রা অব্যাহত রয়েছে। পুরুষ এককে দেলোয়ার হোসেন, রুস্তম আলী, রঞ্জন রাম ও বিপ্লব রাম এবং মহিলা এককে ঈশিতা ও পিংকী বেপারী জয় পেয়েছেন।

তবে মেয়েদের এককে হেরে গেছেন অপর শীর্ষ প্রতিযোগী ঝিলিক চাকমা।

রমনা টেনিস কমপ্লেক্সে পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে খন্দকার মামুন ৬-৩, ৬-৩ গেমে হীরা লালকে, দেলোয়ার হোসেন ৬-১, ৬-২ গেমে আবু সাঈদ সালমানীকে, পৃথুল মন্ডল ৬-১, ৬-১ গেমে আসমত উল্লাহকে, মোফাজ্জল হোসেন ৭-৫, ৬-৪ গেমে  নুরুল ইসলামকে, মুনির হোসেন ৬-১, ৭-৫ গেমে  বশির গাজীকে ও মিজানুর রহমান ৬-৩, ৭-৫ গেমে হারান জিমি ইকরাম হোসেনকে।

এছাড়া চুনি লাল ৬-২, ৬-২ গেমে তানজির ওমরকে, আনোয়ার হোসেন ৬-২, ৬-২ গেমে সোহানকে,  মহিউদ্দিন সবুজ ৬-৩, ৬-২ গেমে অশিতকে, দীপু লাল ৬-২, ৬-৪ গেমে সজিব পাশিকে, রুস্তম আলী ৬-১, ৬-৩ গেমে মিলন হোসেনকে, রঞ্জন রাম ৬-২, ৬-৪ গেমে ওমর ফারুক সানিকে, জামিল ভূইয়া ৬-১, ৬-৩ গেমে মামুন ব্যাপারীকে, বিপ্লব রাম ৭-৬, ৬-৪ গেমে সেলিমকে হারিয়ে প্রি-কোয়ার্টারে উঠেন।

মহিলা এককের খেলায় ঝিলিক চাকমা ৩-৬, ৬-১, ৬-২ গেমে হেরেছেন সাফিনা সাহার কাছে। এছাড়া  ইশিতা আফরোজ ৬-১, ৬-০ গেমে মনিকে, নাদিয়া আফরিন রিপা ৬-০, ৬-০ গেমে নদীয়া ইসলামকে, পিংকী বেপারী ৪-৬, ৬-২, ৬-১ গেমে তাহসিন আজমিকে হারিয়ে করে নিশ্চিত করেন কোয়ার্টার ফাইনাল।

বালিকা একক ১৬ বছর গ্রুপ আয়েশা সুলতানা ৬-০, ৬-০ গেমে নদীয়া ইসলামকে, সাফিনা সাহা ৬-১, ৬-৪ গেমে প্রমিকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হন।

বালক একক ১৬ বছর গ্রুপে শীর্ষ বাছাই রুস্তম আলী ৬-১, ৬-১ গেমে ওয়ামিমকে, মাহিন রেজা খান ৭-৫, ৬-৩ গেমে নুকুল ঘোষকে, দেলোয়ার হোসেন সজল ৬-৪, ৬-১ গেমে সাজ্জাদ হোসেনকে, জামিল ভূঁইয়া ৬-০, ৬-১ গেমে নাফিউল কাউসারকে, সেলিম সাদমান ৬-০, ৬-০ গেমে সালেহিন খানকে, ওয়াই মং মারমা ৬-০, ৬-০ গেমে নাওসিফকে হারিয়ে উঠেন দ্বিতীয় পর্বে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।