ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

একদিনের সিরিজ শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১১
একদিনের সিরিজ শ্রীলঙ্কার

কলম্বো: ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে ২-০ তে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। রোববার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকরা ২৬ রানে হারিয়েছে ক্যারিবীয়দের।

শ্রীলঙ্কা: ২৭৭/৯ (৫০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ: ২৫১ (৪৯ ওভার)
ফল: শ্রীলঙ্কা ২৬ রানে জয়ী

সিংহলিজ স্পোর্টস কাব গ্রাউন্ডে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে কুমার সাঙ্গাকারার ৭৫, মাহেলা জয়াবর্ধনের ৪৪ ও অ্যাঞ্জেলো ম্যাথুসের অপরাজিত ৩৬ রানের কল্যাণে ৯ উইকেটে ২৭৭ রান তুলে স্বাগতিকরা।

৩৮ রান দিয়ে চারটি উইকেট নেন সুলেমান বেন। এছাড়া দুটি উইকেট নেন ডোয়াইন ব্রাভো।

জবাবে ব্যাট করতে নেমে ২৫১ রান তুলে অল-আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। তখনো বাকি ছিলো এক ওভার। সবচেয়ে বেশি ৭৯ রান করেন ড্যারেন ব্রাভো। এছাড়া ৫১ রান করেন রামনরেশ সারওয়ান।

৪৬ রান খরচায় চারটি উইকেট নেন অজন্তা মেন্ডিজ। এছাড়া থিসারা পেরেরা তিনটি ও দিলহারা ফার্নান্দো নেন দুটি উইকেট।

ম্যাচ সেরা হন কুমার সাঙ্গাকারা আর সিরিজ সেরার পুরস্কার জেতেন উপুল থারাঙ্গা।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।