ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

বার্সার রেকর্ড, ম্যানইউ’র হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১১
বার্সার রেকর্ড, ম্যানইউ’র হার

মাদ্রিদ: স্প্যানিশ লিগে টানা ১৬ ম্যাচ জয়ের গড়েছে বার্সেলোনা। শনিবার লিওনেল মেসির হ্যাটট্রিকে কাতালানরা ৩-০ গোলে হারায় অ্যাথলেটিকো মাদ্রিদকে।

এদিকে ইংলিশ লিগে তালিকার শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে পরাজিত হয় উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কাছে।

রিয়াল মাদ্রিদ ১৯৬০ থেকে ১৯৬১ মৌসুমে আলফ্রেদো ডি স্তেফানোর নেতৃত্বে অপরাজিত ছিলো টানা ১৫ ম্যাচ। ৫০ বছর পর ন্যু কাম্পে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে ১৬ ম্যাচ জয়ের কৃতিত্ব দেখায় পেপ গার্দিওলার দল।

নিজেদের মাঠে ১৭ মিনিটে বার্সাকে এগিয়ে নেন লিওলেন মেসি। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিফার বর্ষসেরা খেলোয়াড়। এই ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

৭৯ মিনিটে মেসি হ্যাটট্রিক গোল পূর্ণ করেন। খেলার বাকি সময় জালের ঠিকানা খুঁজে পায়নি কোন পক্ষ। ২২ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সা। এক ম্যাচ কম খেলে পরের স্থানে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড-ডেভিলসরা ২-১ গোলে হেরেছে উলভারহ্যাম্পটনের কাছে।

উলভারহ্যাম্পটনের মাঠে তৃতীয় মিনিটে এগিয়ে যায় ম্যানইউ। গোল করেন নানি। ১০ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান জর্জ ইলোকোবি। ৪০ মিনিটে উলভারহ্যাম্পটনকে এগিয়ে নেন কেভিন ডোয়েল। ২-১ এগিয়ে থেকেই বিরতিতে যায় উভয় দল।

এছাড়া কার্লোস তোরেসের হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে ওয়েস্ট ব্রোমকে, টটেনহাম হটস্পার ২-১ ব্যবধানে বোল্টন ওয়ান্ডারার্সকে এবং উইগান অ্যাথলেটিক ৪-৩ এ হারায় ব্ল্যাকবার্ন রোভার্সকে। তবে আর্সেনাল ৪-৪ গোলে ড্র করেছে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে।

২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানইউ। সমান খেলায় চার পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। এক ম্যাচ বেশি খেলে ম্যান সিটির সংগ্রহ ৪৯।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।