ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

নেপোলিতে চুক্তিবদ্ধ হলেন উরুগুয়ের স্ট্রাইকার কাভানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১০

নেপোলি: উরুগুয়ের বিশ্বকাপ দলের স্ট্রাইকার অ্যাডিনসন ক্যাভানি যোগ দিতে যাচ্ছেন ইতালিয়ান কাব নেপোলিতে।

ইতালিয়ান গণমাধ্যম বৃহস্পতিবার জানায় ২৩ বছর বয়সী এই তারকা এক বছরের চুক্তিতে নেপোলিতে খেলার সম্মতি জানিয়েছেন।



২০০৭ থেকে ইটালির আরেক কাব পালেরমোতে খেলেছেন ক্যাভানি। ১০৯ ম্যাচ খেলে গোল করেছেন ৩৪ টি।

ক্যাভানির এই সিদ্ধান্তের ব্যাপারে পালেরমো সভাপতি মরিজিও জামপারিনি ইটালিয়ান রেডিওকে বলেছেন,“একটি সমঝোতা হয়ে গেছে এবং ক্যাভানিকে নিয়ে নেপোলি অনেকটা এগিয়ে যাবে। ”

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে চতুর্থ স্থান অধিকারি উরুগুয়ের সাত ম্যাচের ছয়টিতেই খেলেছেন ক্যাভানি। জার্মানির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে একটি গোলও পান।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘন্টা, জুলাই ১৬, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।