ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

ডাচদের জন্য প্রার্থনা করে পুরোহিত বরখাস্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১০
ডাচদের জন্য প্রার্থনা করে পুরোহিত বরখাস্ত

হেগ: দেশপ্রেম দেখাতে গিয়ে শেষমেষ চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেন ডাচ পুরোহিত রেভ পল ভ্লার। অপরাধ ছিলো বিশ্বকাপের ফাইনালে জাতীয় দলের সাফল্য কামনা করে প্রার্থনার আয়োজন করেছিলেন উপাসনালয়ে।



কিন্তু যাজকের বিষয়টি পছন্দ হয়নি। তাই ফতোয়া দিয়ে ফুটবল অনুরাগী পুরোহিতকে শাস্তি দিলেন।

উত্তর আমস্টারডামের গ্রাম ওবডামের একটি চার্চে জাতীয় দলের পোশাকে গ্রামবাসীদের জড়ো করে প্রার্থনার উদ্যোগ নেন। নিজেও কমলা রঙের গাউন পড়ে গোলরক্ষকের ভূমিকায় দাঁড়িয়ে যান উপাসনালয়ের ভেতরে। এরপরই তিনি বিশ্বব্যাপি সংবাদমাধ্যমে শিরোনাম হন।    

পুরোহিত পল ভ্লারকে বরখাস্ত করার পর যাজক বলেন,“ভ্লার যিশুর পবিত্র স্থানের মর্যাদা রক্ষা করতে পারেননি। ”

তবে শুক্রবার পর্যন্ত অভিযুক্ত ভ্লারের মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় পরিষদের সহ-সভাপতি উইন বিয়মান বলেছেন,“জনপ্রিয় এ পুরোহিতের বরখাস্তের আদেশে গ্রামবাসী খুবই হতাশ। ”

পুরোহিতের প্রার্থনার পরেও বিশ্বকাপের ফাইনালে হেরেছে নেদারল্যান্ডস। স্পেনের কাছে হেরেছে ১-০ গোলে।

নেদারল্যান্ডস জিতে গেলে হয়তো উল্টোটাই হতো। বিখ্যাত হয়ে যেতে পারতেন ওই পুরোহিত।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘন্টা, ১৬ জুলাই, ২০১০



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।