ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

বিশ্বকাপ জিততে পারতো ব্রাজিল: লুলা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১০
বিশ্বকাপ জিততে পারতো ব্রাজিল: লুলা

সাও পাওলো: ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দি সিলভা বলেছেন, দক্ষিণ আফ্রিকায় ব্রাজিলের জন্য ষষ্ঠ শিরোপা জয় করা ছিলো সবচেয়ে সহজ।

স্থানীয় একটি রেডিওকে এক সাক্ষাৎকারে লুলা বলেন,“শিরোপা জয়ে জাতীয় দলের জন্য এটা ছিলো সহজ সুযোগ।



কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে দলের হার কিছুই মানতে পারছেন না ফুটবল ভক্ত এই রাষ্ট্রপতি। বলেন,“টুর্নামেন্টের দুর্বল দলগুলোকে হারিয়ে ব্রাজিল সহজেই জিততে পারতো শিরোপা। ”

লুলা বলেন, ভুভুজেলার পরাজয় তিনি মেনে নেবেন। যদি চার বছর পর নিজ দেশের মাটিতে চ্যাম্পিয়ন হয় সাম্বারা।

পাশাপাশি তিনি উল্লেখ করেন ১৯৫০ সালে কি ঘটেছিলো সে বিষয়ে পুনরায় বলতে চান না লুলা। যদিও স্বাগতিক দেশ ব্রাজিল ওই সময় ফাইনালে হেরেছিলো উরুগুয়ের কাছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘন্টা, জুলাই ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।