ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ফয়সালের ঘূর্ণিতে কাবু সিলেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪
ফয়সালের ঘূর্ণিতে কাবু সিলেট

সাভার: ৭৫ রানে তিন উইকেট হারিয়ে দ্বিতীয় দিন খেলতে নামা সিলেট বিভাগ ১৯০ রানে গুটিয়ে গেল। তাদের ব্যাটিং লাইনআপ বিপর্যস্ত করতে এদিন একাই জাদু দেখালেন ফয়সাল হোসেন।

২৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে চট্টগ্রাম বিভাগ তিন উইকেটে ১৫২ রানে দিন শেষ করেছে।

দ্বিতীয় দিন শেষে
চট্টগ্রাম বিভাগ: প্রথম ইনিংস- ২১৩/১০, দ্বিতীয় ইনিংস- ১৫২/৩
সিলেট বিভাগ: প্রথম ইনিংস- ১৯০/১০

সাভারের বিকেএসপির মাঠে এদিন সিলেটের দলীয় ১১৫ রানে ধসের শুরু। ফয়সালের ঘূর্ণিতে ইয়াসির আলীর হাতে ক্যাচ তুলে দেন এনামুল হক জুনিয়র (২৩)। আর ৭৫ রানের জুটি গড়ার পথে কিছুটা প্রতিরোধ গড়েন রাজিন সালেহ। ১৩২ বলে ৫৯ রানে সাজঘরে তিনি ফিরলে আর দাঁড়াতে পারেননি কেউ ব্যাটিং ক্রিজে।

ফয়সাল ১৬ ওভারে ৩৬ রান দিয়ে পাঁচ উইকেট নেন। এদিন বাকি দুটি পান আলী আকবর।

লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে দলীয় ৬৪ রানে ইরফান শুক্কুর (২৪) ও ইয়াসিরকে শূন্য হাতে ফেরান সাদিকুর রহমান। সিলেটের এই বোলারের কাছে দিনের শেষ উইকেটটি হারান নিজামউদ্দিন। মুমিনুল হককে নিয়ে ৮৮ রানের জুটি গড়ার পথে ব্যক্তিগত ঝুলিতে তিনি পুরেছেন ৬৮ রান। মুমিনুল হক ফিফটি হাঁকিয়ে অপরাজিত ছিলেন ৫৩ রানে।

সাদিকুর তিনটি উইকেট পেলেও চট্টগ্রাম এগিয়ে থাকল ১৭৫ রানে।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।