ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

চট্টগ্রামে অন্তত একটি ম্যাচে সেঞ্চুরি চান তামিম

তপন চক্রবর্তী, ব্যুরো চিফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১

চট্টগ্রাম: বিশ্বকাপ ক্রিকেটে চট্টগ্রামে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর অন্তত একটিতে সেঞ্চুরি হাঁকাতে চান বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল খান।



সেইসঙ্গে দারুণ খেলে নিজ শহরের নামটি পুরো বিশ্বে ছড়িয়ে দিতে চান তিনি। এজন্য কঠোর অনুশীলন করে যাচ্ছেন।

বৃহস্পতিবার তামিম সাংবাদিকদের বলেন, চট্টগ্রামের দুটি ম্যাচের মধ্যে অন্তত একটি সেঞ্চুরি করতে চাই।

এছাড়া তিনি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার চেষ্টা চালাবেন বলেও জানান।

তিনি বলেন, দলের সবাই বিশ্বকাপে ভালো খেলার জন্য চেষ্টা চলিয়ে যাচ্ছেন। নিয়মিত কঠোর পরিশ্রম এবং অনুশীলন করছে সবাই।

এ সময় তিনি প্রত্যাশা করেন বাংলাদেশ বিশ্বকাপে ভালো খেলবে।  

বিশ্বকাপের আটটি ম্যাচ বাংলাদেশের অনুষ্ঠিত হবে। এর মধ্যে দু’টি ম্যাচ হবে বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহম্মদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে।

মার্চের ১১ ও ১৪ তারিখের ম্যাচ দু’টির প্রথমটিতে ইংল্যান্ডের বিপক্ষে এবং পরেরটিতে নেদারল্যান্ডস’র বিপক্ষে খেলতে নামবে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।