ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

নিউজিল্যান্ডকে হতাশায় ডোবালো পাকিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১
নিউজিল্যান্ডকে হতাশায় ডোবালো পাকিস্তান

হ্যামিল্টন: চমক দেখালো পকিস্তান। এক ম্যাচ হাতে রেখে জিতে নিয়েছে একদিনের ক্রিকেট সিরিজ।

পঞ্চম ওয়ানডেতে উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদের শতকে পাকিস্তান ৪১ রানে হারায় কিউইদের।

পাকিস্তান ইনিংস: ২৬৮/৯ (৫০ ওভার)

নিউজিল্যান্ড ইনিংস: ২২৭/১০ (৪৬.৫ ওভার)

ফল: পাকিস্তান ৪১ রানে জয়ী
 
বৃহস্পতিবার সিডন পার্কে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক রস টেলর। ২০ রানে মোহাম্মদ হাফিজকে (১৪) সাজঘরে ফিরিয়ে অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন কাইল মিলস। কিন্তু অপর উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ৩৭.৪ ওভার পর্যন্ত উইকেটের একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের প্রথম শতকটি তুলে নেন। ব্যক্তিগত ১১৫ রানে স্কট স্টাইরিসের বলে ক্যাচ তুলে আউট হন শেহজাদ। ১২টি চার ও তিনটি ছয়ের মার ছিলো তার ইনিংসে।

এছাড়া ইউনিস খান, মিসবাহ উল হক, উমর আকমল ও শহীদ আফ্রিদিরা প্রত্যেকেই দলীয় ইনিংসে অবদান রাখলে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২৬৮ রানের সংগ্রহ পায় পাকিস্তান।
 
জবাবে ব্যাট করতে নেমে এক রান তুলতেই উদ্বোধনী ব্যাটসম্যান জেসি রেইডারকে হারাতে হয় স্বাগতিকদের। মার্টিন গুপটিল ও রস টেইলরের ব্যাটিংয়ে লক্ষ্য ছোঁয়ার চেষ্টা থাকলেও ওয়াহাব রিয়াজ, ওমর গুল ও আফ্রিদিদের বোলিংয়ে ৪৬.৫ ওভারে ২২৭ রান করতে পারে স্বাগতিক নিউজিল্যান্ড। গুপটিল ৬৫ ও টেলর ৬৯ রান করেন।

ওয়াহাব রিয়াজ ৫১ রান খরচে তিন উইকেট নেন। এছাড়া উমর গুল ও শহীদ আফ্রিদি প্রত্যেকেই দুটি করে উইকেট পান।

অনবদ্য ইনিংসটির সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পান আহমেদ শেহজাদ।

এ জয়ে সিরিজে ৩-১ এ এগিয়ে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘন্টা, ৩ ফেব্রুয়ারি ২০১১


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।