ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

সিরিজে ৫-১ এগিয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১১

ঢাকা: অস্ট্রেলিয়ার জয়রথ কিছুতেই থামাতে পারছে না ইংল্যান্ড। বৃহস্পতিবার অসিরা ষষ্ঠ ওয়ানডে জিতেছে দুই উইকেটে।



ইংল্যান্ড: ৩৩৩/৬ (৫০ ওভার)
অস্ট্রেলিয়া: ৩৩৪/৮ (৪৯.২ ওভার)
ফল: অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী

সিডনী ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে জোনাথন ট্রটের ১২৬ বলে ১৩৭ রানের অনবদ্য ইনিংসের কল্যাণে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ৩৩৩ রান করে ইংল্যান্ড।

৫৯ রানে দুই উইকেট নেন শন টেইট।

জবাবে ব্যাটসম্যানদের সম্মিলিত চেষ্টায় সফরকারীদের রানের পাহাড় টপকাতে তেমন বেগ পেতে হয়নি স্বাগতিকদের। শেন ওয়াটসনের ৩৪ বলে ৫১ , মাইকেল কার্কের ৭০ বলে ৮২ , ক্যালাম ফার্গুসনের ৪৪ বলে ৪৬ ও মিশেল জনসনের ৫৭ রানের সুবাদে চার  বল হাতে রেখে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

স্টিভেন ফিন ৫১ রান দুই উইকেট নেন।

ম্যাচ সেরা হন জোনাথন ট্রট।

সাত ম্যাচ সিরিজে ৫-১ এ এগিয়ে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘন্টা, ২ ফেব্রুয়ারি ২০১১









বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।