ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

পাইওনিয়ারের বয়স নির্ধারণী সদস্যদের হত্যার হুমকি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১১

ঢাকা: পাইওনিয়ার ফুটবল লিগের বয়স নির্ধারণী কমিটির সদস্যদের মোবাইলে হত্যার হুমকি দিয়েছে কে বা কারা। এ ঘটনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র পক্ষ থেকে মতিঝিল থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।



মঙ্গলবার রাতে বয়স নির্ধারনী কমিটির সদস্য গোলাম রব্বানী ছোটন ও মুহিদুল হক মিরাজকে ০১৯৪০৪৯০৫৩ এই নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হয়।

৫ ফ্রেরুয়ারী থেকে ২০টি দল নিয়ে পাইওনিয়ার ফুটবল লিগের সুপার লিগ শুরু হবে। সুপার লিগ শুরুর আগে বাফুফের সদস্য হাসানুজ্জামান খান বাবলুকে প্রধান করে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর বিএ জোবায়ের নিপু, কোচ গোলাম রব্বানী ছোটন, মুহিদুল হক খান ও মোহাম্মদ সেলিমকে নিয়ে পাঁচ সদস্যসের বয়স নির্ধারনী কমিটি করে বাফুফে।

বয়স নির্ধারনী কমিটি অনেক কাবের ফুটবলারদের বয়স (অনূর্ধ্ব-১৬) বেশি হওয়ায় সুপার লিগ থেকে বাদ দেন। এতেই ক্ষুদ্ধ হয়ে তাদের হত্যার হুমকি দেওয়া হয় বলে ধারণা করছেন বয়স নির্ধারণী কমিটির সদস্যরা।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘন্টা, ২ ফেব্রুয়ারি ২০১১



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।