ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

মহিলা হকি শুরু মার্চে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১১

ঢাকা: আগামী মার্চে দেশে মহিলা হকি শুরুর সিদ্ধান্ত নিয়েছে হকি ফেডারেশন। বৃহস্পতিবার ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।



বৈঠক শেষে নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন শিমুল বাংলানিউজকে বলেন,“প্রথম ও দ্বিতীয় বিভাগ হকি শুরু করা, ইনডোম গেম ও মহিলা হকির পূনরায় শুরু ও রংপুর ও চট্টগ্রাম বিভাগে ডেভলপমেন্ট প্রোগ্রাম চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ”

আগামী ২০ ফেব্রুয়ারি রংপুর বিভাগে ও ৭ মার্চ থেকে চট্টগ্রাম বিভাগে ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু করা হলেও পর্যায়ক্রমে দেশের সবগুলো বিভাগেই সেটা করা হবে বলে জানান শিমুল।

ফেডারেশন সভাপতি বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল জিয়াউর রহমানের উপস্থিতিতে সভায় নয় জন আম্পায়ারকে গ্রেডে এ’তে উন্নীত করারও সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘন্টা, ২ ফেব্রুয়ারি ২০১১



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।