ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

আবাহনীর বিপক্ষে তিন পয়েন্ট চায় মুক্তিযোদ্ধা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১১
আবাহনীর বিপক্ষে তিন পয়েন্ট চায় মুক্তিযোদ্ধা

ঢাকা: ছয় রাউন্ড শেষে আবাহনীর চেয়ে দুই পয়েন্টে এগিয়ে আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। সপ্তম রাউন্ডে জয় পেলে এক লাফে উচ্চতা বেড়ে যাবে।

সুযোগটা অবশ্যই নিতে চাইবে ছন্দে থাকা মুক্তিযোদ্ধা। এছাড়া টানা তিনবারের চ্যাম্পিয়নদের হারানোর স্বাদ একটু বেশিই মিষ্টি হবে। সেজন্যই তো কোচ মারুফুল হক আবাহনীকে হারিয়ে পুরো তিন পয়েন্টই পেতে চান।

তালিকায় এখন পর্যন্ত সবার ওপরে থাকা দল দুটি কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমখি হচ্ছে বৃহস্পতিবার বিকেল চারটায়।  

ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১৫ পয়েন্ট নিয়ে এখনো পর্যন্ত লিগ টেবিলের শীর্ষে রয়েছে মুক্তিযোদ্ধা। আর সমান ম্যাচ খেলে চার জয়, এক ড্র ও এক ম্যাচে হেরে ১৩ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধাকে পিছু ধাওয়া করছে হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা।

প্রথম লেগে এগিয়ে থাকতে ম্যাচটি দুই দলের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ উভয় দলই প্রথম পর্বের বাকি ম্যাচগুলোতে খেলবে তুলনামূলক সহজ প্রতিপক্ষের সঙ্গে।

দুই বড় দলের লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে আছে মুক্তিযোদ্ধা। দুর্দান্ত ফর্মে থাকা আক্রমণভাগের ফুটবলার মিঠুন চৌধুরী কার্ড সমস্যার কারণে এক ম্যাচ বাইরে থাকার পর আবাহনীর বিপক্ষে মাঠে নামছেন। এছাড়া ফেডারেশন কাপে দুর্দান্ত পারফরমেন্স করা দলের সুদানী স্ট্রাইকার জেমস মগাকেও পাচ্ছেন মারুফুল। মগা ও মিঠুনের কম্বিনেশন ভয়ের কারণ হতে পারে আবাহনীর।  

তবে আগের ম্যাচেই মাঠে নামা মগার ছন্দে ফিরতে সময় লাগবে সেটা ধরে নিয়েই মিঠুন ও বুকোলাতে আস্থা কোচের,“   বকুলাকে নিয়ে কিছু দিন আগেও শঙ্কায় ছিলাম। তবে এখন সেটা নেই। বুকোলা গোল না পেলেও আগের তিন ম্যাচে ভালো খেলেছে। অনেক গোলেরই বলের জোগান দিয়েছে বুকোলা। আর এ ম্যাচে মিঠুন স্বাভাবিক খেললেই চলবে। ”

মিঠুন, বুকোলা নিয়ে শঙ্কা কাটলেও রজনীর এ ম্যাচে খেলার বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। চোটের কারণে আজ মাঠে নাও নামতে পারেন তিনি।

অন্যদিকে শিরোপা প্রত্যাশি আবাহনীর প্রতিপক্ষের মতো ইনজুরি সমস্যও নেই। তাই পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। তবে প্রতিপক্ষকে এগিয়ে রাখলেন দলের ম্যানেজার সত্যজিত দাস রুপু,“আগের দু’টি ম্যাচে আমরা পয়েন্ট হারিয়েছি। তাই এখন আরো বেশি সতর্ক। এখন আর পয়েন্ট হারালে চলবে না। মুক্তিযোদ্ধার দারুণ খেলছে। শক্তিশালী প্রতিপক্ষ মেনেই মাঠে নামছি আমরা। ”

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘন্টা, ২ ফেব্রয়ারি, ২০১১


   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।