ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

আফ্রিদির অধীনে খেলবেন মিসবাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১১
আফ্রিদির অধীনে খেলবেন মিসবাহ

ইসলামাবাদ: বিশ্বকাপ দলের অধিনায়ক এখনো চূড়ান্ত করতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূলত শহীদ আফ্রিদি ও মিসবাহ উল হকের মধ্যে কে দেবেন নেতৃত্ব এ নিয়ে জটলা।

তবে টেস্ট অধিনায়ক মিসবাহ মনে করেন আফ্রিদির অধীনে খেলতে সমস্যা নেই তার।

১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া বিশ্বকাপের ‘বি’ গ্রুপে খেলবে পাকিস্তান। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় হবে বিশ্বকাপের ম্যাচগুলো।

দলের নেতৃত্ব নিয়ে মিসবাহ’র মন্তব্য এভাবেই তুলে ধরে দ্য ডেইলি টাইমস,“আমার মনে হয়, আফ্রিদি নিজের দায়িত্ব ভালোভাবেই পালন করছে।   কে অধিনায়ক হলো তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। বিশ্বকাপে আমরা খেলবো এটাই বড় কথা। ”

পাকিস্তান দল নিয়ে আশাবাদী ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান বলেন,“প্রত্যেকেই ফর্মে আছে। যা দলের জন্য জরুরি। কেননা বড় স্কোর গড়তে তা অবদান রাখবে। এছাড়া বোলাররাও দারুণ ছন্দে আছে। বিশ্বকাপের আগে সত্যিকার অর্থে যা দরকার। ”

আগামী ৪ ফেব্রুয়ারি সংশয় দূর করে নির্বাচকরা জানাবেন নেতার নাম।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।