ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ল্যানিংয়ের আস্থার প্রতিদান দিয়েছে তরুণরা

সোহানুজ্জামান খান নয়ন, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৪
ল্যানিংয়ের আস্থার প্রতিদান দিয়েছে তরুণরা ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়াম থেকে: টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা যেন নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে সামনে যেন দাঁড়াতেই দিল না।

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার দিন ব্যাটিং ও বোলিং দুটোতেই সমানে লড়ল।

ম্যাচ জিতে ভালই উত্সব করল অসি মেয়েরা। ম্যাচ শেষ করে পুরো দল ফাঁকা গ্যালারির সামনে ল্যাপ অব অনারে ব্যস্ত। মাঠে আসা হাজার খানেক দর্শকদের মাঠে অস্ট্রেলীয় দর্শকদের পতাকা উড়তে দেখা গেল।

ট্রফি হাতে সংবাদ সম্মেলনে এলেন অধিনায়ক ল্যানিং, তার সঙ্গে ম্যাচ সেরা সারাহ কোয়েত। তরুণ দলের উপর আস্থার কথা বলেই শুরু করলেন,‘কঠোর পরিশ্রমী এই দলটি। সবার মধ্যে বেশ আত্ববিশ্বস ছিল যে আমরা শিরোপা ধরে রাখতে পারব। সাফল্য পেতে হলে আপনাকে বিশেষ কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। ’

এই আসরেই টি-টোয়েন্টির সর্বোচ্চ ১২৬ রানের ইনিংস খেলা ল্যানিং আরও বলেন,‘দলের সবাই অনেক খুশি। চাপ মুক্ত থাকতে পেরেছে। আমরা নিজেরা সংঘবদ্ধভাবে খেলার চেষ্টা করেছি। টিমে সবাই বেশ তরুণ কিন্তু আমি এই দলের উপর আত্ববিশ্বাস রেখেছি। ’

সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে দর্শকদের স্মরণ করে তিনি বলেন,‘সিলেটে আমরা বেশ মজা করেছিলাম। মাঠে দর্শকদের উপস্থিতি বেশ উপভোগ করেছি। সিলেটের একটা স্কুলে বাচ্চাদের সঙ্গে ফ্ল্যাশ মবে অংশ নিতে পেরে ভালো লেগেছে। ’

বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসায় মুগ্ধ অসি অধিনায়ক,‘এই দেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা সত্যি দেখার মতো। ’

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ০৬ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।