ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

১৫ ওভারে ইংলিশ মেয়েরা ৭৭/৪

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৪
১৫ ওভারে ইংলিশ মেয়েরা ৭৭/৪ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির হ্যাটট্রিক শিরোপা অর্জনের লক্ষ্যে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছিল অস্ট্রেলিয়া। শুরু থেকেই ইংলিশদের উদ্বোধনী জুটি শার্লট এডওয়ার্ডস ও সারাহ টেলর ধীরে এগুতে থাকেন।



পাওয়ার প্লের শেষ ওভারে মিড অনে জেস ক্যামেরুনের তালুবন্দি হন শার্লট। ১৯ বলে তিনটি চারে ১৩ রান করেন ইংলিশ অধিনায়ক। দশম ওভারে আরেক ওপেনার সারাহ টেলর কোয়েতের বলে এলবির ফাঁদে পড়ে ১৮ রান করে সাজঘরে ফেরেন। দলীয় ৫৮ রানের মাথায় চার নম্বরে নামা লেইডা গ্রিনওয়ে পেরীর বলে উইকেটের পেছনে ক্যাচ দিলে ইংল্যান্ডের তৃতীয় উইকেটের পতন ঘটে।

দলীয় ৬৭ রানে দারুন খেলতে থাকা হেথার নাইট ২৪ বলে তিন চারে ২৯ রান করে সাজঘরে ফেরেন। মিডউইকেটে দাঁড়িয়ে থাকা পেরী তার ক্যাচটি লুফে নেন।

 ১৫ ওভার শেষে চার উইকেটে ৭৭ রান ইংল্যান্ডের।

রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ক্রিকেটীয় দুই পরাশক্তি।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ৬ এপ্রিল ২০১৪ আপডেট সময়: ১৫ ২৭ ঘন্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।