ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

অবসর নিলেন বাতুল ফাতিমা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৪
অবসর নিলেন বাতুল ফাতিমা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: মেয়েদের ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসর নিলেন পাকিস্তানের অভিজ্ঞ বাতুল ফাতিমা। বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারানোর পরই এই ঘোষণা দেন ৩১ বছর বয়সী।



আন্তর্জাতিক ক্রিকেটে এই উইকেটরক্ষক খেলেছেন একটি টেস্ট, ৮৩ ওয়ানডে ও ৪৫ টি-টোয়েন্টি।

একমাত্র টেস্ট খেলার অভিজ্ঞতা ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর সর্বশেষ ওয়ানডে কক্সবাজারে বাংলাদেশের বিপক্ষে, গত ৬ মার্চ। ব্যাট হাতে আন্তর্জাতিক অঙ্গনে তেমন কোনো অবদান রাখেননি এই ডানহাতি। তবে চামারি পলগোলপালা ও ওসাধি রনসিংকে আউট করে টি-টোয়েন্টিতে করলেন ৫০তম ডিসমিসাল।

২০০৯ সাল থেকেই ক্ষুদ্রতম ফরম্যাটে খেলছেন ফাতিমা। ব্যাট হাতে সবচেয়ে বেশি রান ১১, সব মিলিয়ে ৬৪।

নেদারল্যান্ডসের বিপক্ষে ২০০১ সালে ওয়ানডে অভিষেক হওয়া এই ক্রিকেটারের সর্বোচ্চ স্কোর ৩৬, সব মিলিয়ে ঝুলিতে পুরেছেন ৪৮৩ রান। একদিনের ক্রিকেটে ৫১ ক্যাচ ও ৪৬ স্ট্যাম্পিংসহ ডিসমিসাল রয়েছে ৯৭টি।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ৩ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।