ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

বলে বলে চার নেওয়ার ইচ্ছে ছিলো ইমরুলের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১
বলে বলে চার নেওয়ার ইচ্ছে ছিলো ইমরুলের

ঢাকা: ভারতের বিপক্ষে বিল্পবী হয়ে গেলেন ইমরুল কায়েস। ধুমধারাক্কা মার দিয়ে শ্রীশান্তকে নাকাল করে তোলেন।

শ্রীশান্তের জন্য দুঃস্বপ্নের রাত গেছে।

ইমরুলকে তো এমন দেখা যায়নি! কেন এতটা বৈপ্লবিক হয়ে উঠেছিলেন? উত্তরটা ইমরুলের মুখেই শোনেন,“এত রান হওয়ার পর থেমে থাকি কি করে। মনে হচ্ছিলো বলে বলে বাউন্ডারি হাঁকাই।

শুরুটা দুর্দান্ত হলেও ইমরুল কায়েস আউট হয়েছেন ৩৪ রানে। সাধারণত তামিম ইকবালকে এভাবে খেলতে দেখা যায়। ওই উল্টো দৃশ্য। তামিম স্থির থাকলেন মারলেন ইমরুল। বলছিলেন,“তামিম প্রতিদিন খেলে। আমি অন্যপ্রান্ত থেকে ওকে সহযোগিতা করি। কিন্তু ওই দিন আমার খেলতে ইচ্ছে হয়। সেজন্য তামিম ধীরে ব্যাটিং করেছে। ”

বাংলাদেশ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে শুক্রবার। সেদিন হয়তো ইমরুলকে আক্রমণাত্মক দেখা যাবে না। চালকের আসনে থাকবেন তামিম। “আমরা খেলার অবস্থান বুঝে নিজেদের করণীয় ঠিক করি। আশা করি আয়ারল্যান্ডের বিপক্ষেও জুটি ভালো হবে। ”

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।